গীতিকবিতা : মরিলে সবি হইবে পর
মরিলে সবি হইবে পর,
কেউ যাবে বাঁশ কাটিতে –
কেউ খুঁড়তে কবর।
আরে মরিল বান্দা হলো পর
বান্ধে -ছান্দে হাজির কর।।
হিন্দু – বৌদ্ধ শশান ঘাটে,
মুসলিম হলে শেষ ঠিকানা
হবে রে কবর।।
চারদিকে ছড়িয়ে গেলে মরণের খবর ;
দলে দলে আসবে সবে দেখতে এক নজর।।
বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী
কেউ হবেনা সঙ্গের সাথী।
পরে রবে সোনা, দানা, দালান -কোঠা ঘর।
রাজ তাই ভেবে বলে
দিন গেলো মোর ভব ঘুরে
কাটিয়া অন্ধঘরে সারা জনম ভর।
মরিলে সবি হইবে পর,
কেউ যাবে বাঁশ কাটিতে –
কেউ খুঁড়তে কবর।
আ- রে মরিল বান্দা হলো পর
বান্ধে -ছান্দে হাজির কর।। (শেষের দুই লাইন কোরাস)