শেখ নুরুল আবছার নিসু, চট্রগ্রাম ব্যূরো প্রধান: সীতাকুণ্ডের কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনার পর বেশ কয়েকটি গুজব ছড়িয়ে পড়েছে। এর মধ্যে অন্যতম হলো-
০১. এসিড বৃষ্টি হবে- বৃষ্টিতে না ভিজতে ডিএমপি পরিচালকের আহ্বান
০২. পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বাতিল
মূলত এগুলো পুরোপুরিই উদ্ভট এবং পরিকল্পিত গুজব। সংঘবদ্ধ চক্র নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যেই এই ধরনের গুজব ছড়াচ্ছে। এসিড বৃষ্টি হবে বলে ডিএমপি পরিচালকের উদ্বৃতি দিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে – প্রকৃত অর্থে বাংলাদেশে ডিএমপি পরিচালক নামের কোন পোস্ট বা পদবীই নাই। ডিএমপি মানে ঢাকা মহানগর পুলিশ। চট্টগ্রামে এসিড বৃষ্টির সতর্কতা ঢাকা মহানগর পুলিশ কেনো দিতে যাবে? এটুকু কমনসেন্স কি মানুষের নাই? আর এই খবর আপনার দেশের কোন গণমাধ্যমে কেনো দেখতে পাচ্ছেন না।
আবার পদ্মাসেতুর উদ্বোধন বাতিল বলে অনেকে বিশেষ ঘোষনা দিয়ে পোস্ট শেয়ার করছেন। প্রশ্ন হলো এই ঘোষনা কে দিলো, কাকে দিলো। আপনি নিজে নিজে ঘোষনা দিয়ে উদ্বোধন বাতিল করে দিচ্ছেন? এমন ঘোষনা সরকার বা কোন মন্ত্রী দিলে আপনি কি তা পত্র-পত্রিকায় দেখতেন না? কোন সাংবাদিক কি জানতো না? আপনি ফেসবুকের ফেক পোস্ট দেখেই লাফিয়ে পোস্ট করে দিচ্ছেন এসব অপপ্রচার।
ফেসবুকে একটা পোস্ট দেখলেই অতি উৎসাহে তা শেয়ার করছেন বোকার মতো। কোন সত্য কোনটা গুজব অপপ্রচার এটুকু জ্ঞান তো রাখা উচিত। যদি না ই বুঝেন অন্তত দেশের মূলধারার গণমাধ্যমগুলোতো ফলো করতে পারেন।