গোল আলু ©নূরুল আলম তৌহিদী
সবার কাছে ভালো থাকে
সবাই নাকি ঠিক !
তবে আমায় দাও বুঝিয়ে
কে সে মুনাফিক ?
সাঁপ না মরুক লাঠিও বাঁচুক
দোদিল বান্দা চোর,
এদের বাড়ি কোথায় বলো
শ্মশান নাকি গোর ?
জ্বি হুজুরের গোষ্ঠি এরা
সব খাবারেই ফিট ,
গোল আলুর বৈশিষ্ট্য এদের
দুষ্টু পোকা কীট ৷
ভর্তা করো রান্না করো
কিংবা রাঁধো ডাল ,
গোল আলুরা স্বাদ যে বিলায়
তালে মিলায় তাল ৷
কিন্তু কারো ভালো কিছু
ভালো বলা ভালো,
আলোর মাঝে কালো থাকে
কালোর মাঝে আলো ৷