মানসম্পন্ন সেবা দিতে না পারায় গ্রামীন ফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিআরটিসি।
আজ বুধবার ২৯ শে মে এ সংক্রান্ত এ নির্দেশনা পাঠানো হয়েছে গ্রামীন ফোন কর্তৃপক্ষের কাছে বলে নিশ্চিত করেছে বিআরটিসি এছাড়াও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামীণফোন নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।