মোকলেসুর রহমান (মামুন)ঃ
সীতাকুন্ডের ঘটনায়
উল্লাপাড়ার এক ফায়ার সার্ভিস কর্মী নিখোজ
চট্টগ্রামে সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক ফায়ার সার্ভিস কর্মী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম (২২) দীর্ঘ দুই বছর ধরে কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুমিল্লা ফায়ার স্টেশন কর্মীদের সাথে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছে। এ ঘটনা শোনার পর নিখোঁজ শফিউল ইসলামের পরিবার ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সীতাকুন্ডে শফিউল ইসলামকে খোঁজার জন্য অবস্থান করছে।
এবিষয়ে নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নানের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, তার ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছে। তার দু’টি সন্তান রয়েছে। এর মধ্যে শফিউল ইসলাম বড় এবং পরিবারের উপার্জনের একমাত্র হাতিয়ার। গত এক বছর আগে শফিউল ইসলাম বিবাহ বন্ধনে আবব্ধ হন। বর্তমানে তার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। এই সময় যদি শফিউলের কোন কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃশ্ব হয়ে যাবো। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নান তাঁতের কাজ করতেন বর্তমানে তিনি অসুস্থ।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তার বাসায় খোঁজ খবর নেওয়ার জন্য যাওয়া হয়েছিল। শফিউলের পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউলের নিখোঁজে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন।