নজরুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলেের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেকমত শিকদারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দূর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন এক গ্রাম পুলিশ।
অভিযোগকারী ওই গ্রাম পুলিশের নাম মো. লাল মিয়া। তিনি গত ৯ মে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি), ১০ মে জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্র জমা দেন।
অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার ব্যাপক দূর্নীতি করে সকল প্রকার সরকারি অর্থ জনগণের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করছে। ২০২১-২২ অর্থ বছরের ৪০ দিনের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে শ্রমিকের সিম নিয়ে ইউপি সচিবের সহযোগিতায় চেয়ারম্যান তা উত্তোলন করছেন। এছাড়া, দরিদ্র অসহায়দের জন্য যত গৃহ বরাদ্দ করা হয়েছে প্রতিটির জন্য চেয়ারম্যান হেকমত শিকদার ও বন অফিসার মিলে ২৫-৩০ হাজার টাকার বিনিময় ছাড়া সুপারিশ করেন না।
অভিযোগে আরও বলা হয়, চেয়ারম্যান হয়ে অগাধ সম্পত্তির মালিক হয়েছেন হেকমত শিকদার। টাঙ্গাইল এবং ঢাকা উত্তরাতে করেছেন বিশাল অট্টালিকা, সাগরদিঘীতে দু’তলা বাড়ী ও কামালপুর, মালির চালা সহ বিভিন্ন স্থানে নামে -বেনামে অনেক জমি ক্রয় করেছেন তিনি।
এছাড়া অভিযোগকারী মো. লাল মিয়া একজন ছোট কর্মচারি হয়ে মৃদু প্রতিবাদ করলে নানা রকম ভয়-ভীতি প্রদর্শন পূর্বক মৃত্যুর হুমকি দিয়ে সকল প্রকার ডিউটি থেকে অব্যাহতি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অভিযোগের বিষয়ে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, লাল মিয়া একটা নেশাখোর, মাদকসেবী ও বিক্রেতা । তার বিরুদ্ধে সকল মেম্বার ও চৌকিদাররা অভিযোগ দিছে। শুধু তাই নয়, এলাকার জনগনও অভিযোগ দিছে। পরে তাকে শাসন করা হয়।শাসন করায় সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে। সুত্রঃ ঘাটাইল ডটকম
পাঠকপ্রিয় খবর সমুহঃ