সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় শ্যামনগরে ১৮১ টি সাইকোন শেল্টার প্রস্তত

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
ঘূর্নিঝড় অশনি মোকাবেলায়
উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৮১টি সাইকোন শেল্টার প্রস্তত করা
হয়েছে। প্রস্তত করা হয়েছে প্রায় তিন হাজার সিপিপি স্বেচ্ছাসেবক।

সিপিপি শ্যামনগর উপজেলার সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ জানান,
ঘূর্নিঝড় অশনী মোকাবেলায় ১৮১টি সাইকোন শেল্টার প্রস্তত করা হয়েছে। এর
মধ্যে সরকার নিবন্ধিত আশ্রয়কেন্দ্র ১০৩টি। ইউনিয়ন অনুযায়ী আশ্রয়কেন্দ্রের
সংখ্যা হল ভূরুলিয়া ১০টি, কাশিমাড়ী ১৪টি, শ্যামনগর ১৮টি, নূরনগর ১২টি,
কৈখালী ১৯টি, রমজাননগর ১৩টি, মুন্সীগঞ্জ ১৭টি, ঈশ^রীপুর ১৬টি,
বুড়িগোয়ালিনী ১৬টি, আটুলিয়া ১৯টি, পদ্মপুকুর ১৪টি ও গাবুরায় ১৩টি। এ সকল
সাইকোন শেল্টারে অনুমান ১ লক্ষ ১০ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে
বলে জানান।

উপজেলায় ঘূর্নিঝড় মোকাবেলায় শুধুমাত্র সিপিপির স্বেচ্ছাসেবক প্রস্তত করা
হয়েছে ২৯৮০ জন। ইউনিয়ন অনুযায়ী স্বেচ্ছাসেবক সংখ্যা হল ভূরুলিয়া ২০০জন,
কাশিমাড়ী ২৪০ জন, শ্যামনগর ১৮০ জন, নূরনগর ১৮০জন, কৈখালী ২২০জন, রমজাননগর
২৮০ জন, মুন্সীগঞ্জ ৩৬০জন, ঈশ^রীপুর ১৮০ জন, বুড়িগোয়ালিনী ২২০ জন,
আটুলিয়া ৩২০জন, পদ্মপুকুর ৩৮০ জন ও গাবুরায় ২২০ জন। এ ছাড়া সিডিও ইয়ুথ
টিম , সুন্দরবন সলিডারিটি টিম, জলবায়ু পরিষদ, যুব ফোরাম সদস্যবৃন্দ
প্রস্তত রয়েছে বলে জানা যায়। প্রস্ততকৃত সিপিপির ১৮১ জন সদস্য
আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বলে জানা যায়।

সিপিপি সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ  আরও জানান ঘূর্নিঝড় অশনি
মোকাবেলায় উপকূলের জনসাধারণকে সচেতন করতে সিপিপি সদস্যবৃন্দ মৌখিক ভাবে ও
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আবহাওয়া বার্তা প্রচার করা সহ অন্যান্য
কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এদিকে উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থ বেড়ী বাঁধের তালিকা তৈরী করা
হয়েছে। তালিকা অনুযায়ী দ্বীপ ইউনিয়ন গাবুরায় ক্ষতিগ্রস্থ বাঁধের স্থান
৬টি, পদ্মপুকুর ৮টি, বুড়িগোয়ালিনী ১১টি, আটুলিয়া ৩টি, রমজাননগর
৭টি,মুন্সিগঞ্জ ৩টি, কৈখালী ১২টি, কাশিমাড়ী ২টি ও নুরনগর ৩টি স্থান। জানা
যায় এসকল ক্ষতিগ্রস্থ বাঁধ গুলির সংস্কার কাজ চলমান রয়েছে অনেক স্থানে।
উপজেলার বুড়িগোয়ালিনী নীলডুমুর, পদ্মপুকুর খেয়াঘাটে বেশ কয়েকটি ট্রলারও
প্রস্তত রাখা হয়েছে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়।

ঘূুনিংঝড় অশনি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিটি
ইউনিয়নের জন্য মেডিকেল টিম প্রস্তত করা হয়েছে ।
এদিকে গত সোমবার গাবুরা,বুড়িগোয়ালিনী, আটুলিয়া, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর
ইউনিয়নে  আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার
মোঃ আক্তার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সিপিপি শ্যামনগর উপজেলার সহকারী
পরিচালক মুনসী নূর মোহাম্মদ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ,
সিপিপি ইউনিয়ন লিডার প্রমুখ।

ছবি- শ্যামনগরে ঘূনিঝড় অশনি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করছেন
ইউএনও।।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com