নুরুল আবছারঃ
চট্টগ্রামের আনোয়ারার রহস্যময়ী এক পাগলা কুকুরের কামড়ের ভয়ে এলাকাবাসি। শুক্রবার রাতেই কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ২০ জন মানুষ এছাড়াও এ মাসেই প্রায় ৫০ জন মানুষ এ কুকুরের কামড়ে আহত হয়েছে আপনারা বলে জানিয়েছেন আনোয়ারার বরুমচরা ইউনিয়নের এক নং ওয়াডের বাসিন্দা রুহুল আমীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ারার বরুমচরা ইউনিয়নের এক নং ওয়াডের সদস্য শাহীন আলম ও হাসপাতাল কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানান হঠাৎ করে কোথা হতে এ কুকুর এসে যাকে পাচ্ছে তাকেই কামরাচছে,আমরা এই কুকুরের অত্যাচার হতে বাঁচতে থানায় অভিযোগ জানাব।