নুরুল আবছার নিসু ঃ চবি’র এফ রহমান হলে মাটির নিচে থেকে দেশীয় অস্রের মওজুদ উদ্ধার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে পানির লাইন বসাতে গিয়ে মাটি খননের সময় পাশে মাটির নিচ থেকে রাম দা, কিরিচ, চাপাতিসহ অন্তত ৩০ টি বিভিন্ন রকম পরিত্যক্ত দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
ধারনা করা হচ্ছে এগুলো শিবিরের ঘাঁটি হিসাবে তৎকালীন অস্রের ভান্ডারের আলামত সমূহের কিছু অস্র সমারোহের প্রামান্য চিত্রের বিন্ধু মাত্র অংশ বলে ধারনা করা হচ্ছে।