সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি)
চরভদ্রাসন উপজেলার প্রধান সড়কসহ ইউনিয়ন পর্যায়ের প্রতিটি পাকা সড়ক যেন কৃষকদের উঠানে পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। আবার দুর্ঘটনায় হাত-পা ভেঙে পঙ্গুত্ববরণ করতে হচ্ছে নানা শ্রেণিপেশার মানুষকে।
এলাকার স্থানীয় কৃষি পরিবারগুলো ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে উপজেলার প্রতিটি পাকা সড়ক ব্যবহার করছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকা থেকে উপজেলা সদরে আসা ছোট ছোট যানবাহন ও পথচারীকে। উপজেলার প্রধান সড়কসহ গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের পাকা সড়কে মসুর, গম, ধনিয়া, রাই সরিষাসহ নানা প্রকার রবিশস্য শুকানো ও মাড়াইয়ের জন্য বাড়ির উঠানের মতো ব্যবহার করছে এলাকার কৃষকরা।
এসময় উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা একাধিক স্থানে গিয়ে কৃষকদের সচেতন করেন। পরবর্তীতে রাস্তায় ফসল শুকানো ও মাড়াই না করার জন্য অনুরোধ করেন। তাৎক্ষণিক কৃষকরা রাস্তা থেকে ফসল গুলো তুলে নেন।
পাঠকপ্রিয় খবর সমুহঃ