আব্দুল আজিজঃ পাবনার চাটমোহর হান্ডিয়ালে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে হাফিজ নামে এক যুবক খুন হয়েছে। হাফিজ হান্ডিয়াল ইউনিয়নের হাসিপুর গ্রামের ইউছুব আলীর ছেলে। তিনি হান্ডিয়াল বাজারের চাউল ব্যবসায়ী।
রবিবার সকালে এ হত্যকাণ্ড ঘটে বলে জানান এলাকাবাসী এলাকা বাসী জানান, হাফিজ ও রমজান আগে একই গ্রাম হাসিপুরের বাসিন্দা ছিল। পরে রমজানের বাবা ইমামুদ্দিন বাঘলবাড়ি গিয়ে বাড়ি করে। হাফিজ হান্ডিয়াল মধ্য বাজারে চাউলের ব্যবসা করেন । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে হাফিজের সঙ্গে রমজানের বাগ্বিতণ্ডের এর এক পর্যায়ে রমজান হাফিজকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাফিজকে হান্ডিয়াল বাজারে ডাঃ মিজানের চেম্বারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। ঔ সময় এলাকা বাসী রমজানকে বাঘলবাড়ী আটক রেখে পুলিশকে খবর দেয় পুলিশ এসে হাফিজের লাশ ও রমজানকে থানায় নিয়ে যায়।