চিরতরে প্রস্থান
কলমে পারু চৌধুরী।
একদিন আমিও চলে যাবো চিরতরে
সেদিন কেউ আর মনে রাখবেনা মোরে।
আমি যেদিন মরে যাবো কেউ ঢুকবেনা আমার ঘরে
কেউ আমায় আর ডাকবেনা নাম ধরে।
তখন আমার নতুন নাম হবে লাশ
সবাই বলবে লাশ বেশি ক্ষন ঘরে রাখা ঠিক নয়
তাড়া তাড়ি বিদায় করবে আমার অন্তিম ঠিকানায়।
রাখবেনা কেউ আমায় ঘরে
ধরবেনা কেউ আমায় জড়িয়ে
আমার পিতা মাতা র ঝরবে চোখের জল
আমার ভাই বোন সন্তান প্রিয় জন
কাঁদবে কিছু ক্ষন অতীত করবে স্মরন।
নদীর জলে ভেসে যাবে প্রিয় জনের সুখ
আপন জন কেঁদে ভাসাবে বুক।
আমি চলে যাবো সাত বেহারার পালকী চড়ে
নিজের শান্তি র নীড় থেকে দুরে অনেক দুরে।
আমার সাথে কেউ আর যাবেনা আপন
যাবে শুধু আমার নামাজ রোজা ইমান আমল।
দিন থাকিতে মনরে আমার খোদাকে স্মরন করো
কবরের ঐ অন্ধকার ঘর যেন আলোয় আলোকিত হয়
আল্লাহ রসুল বলো সবাই নামাজ রোজা ধরো।