মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসম প্রেম নিয়ে কী বললেন আমিশা’র প্রেমিক! ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল: অভিযোগ বিএনপি নেতা মোমিতের ‘কমপ্লিট শাটডাউনে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৭ শিক্ষা বোর্ডে নতুন সচিব হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছেন খালেদা জিয়া এবার আলোচনায় টিউলিপের বন্ধু সালমান এফ রহমানের পুত্র শায়ান ‘অনেক করেছেন’ হাসিনা, আমৃত্যু তাকে ভারতে রাখার পক্ষে মণি শঙ্কর আইয়ার এবার বাংলাদেশে এইচএমপিভি রোগী শনাক্ত সীমান্তে বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব, বেরিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার একটি ঐতিহাসিক নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

চিলমারীতে ভবন সরিয়ে নিতে প্রশাসনের নোটিশ, খাস জমিতে বহুতল ভবন নির্মাণ

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট বাজারের পেরিফেরিভূক্ত চান্দিনাভিটির ৬শতাংশ জায়গা একসনা লিজ নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। লিজকৃত জায়গা থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার ১২সদস্যের নামে বন্দোবস্ত নিয়ে বহুতল ভবন নির্মাণ করায় ওই লিজ বাতিল করে স্থাপনা ভেঙে ফেলার নোটিশ প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সুত্র জানায়, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থান্হাাট বাজারের পেরিফেরিভূক্ত চান্দিনাভিটির ৬শতাংশ জায়গা থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার ১২জন সদস্যের নামে একসনা লিজ ২০২০ সালের ২০ ডিসেম্বর তারিখে প্রদান করেন তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)। পরবর্তীতে নবায়ন না করেই থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার সদস্যদের জমানো অর্থে ওই ৬শতাংশ জায়গায় বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। এতে ওই সমিতির সদস্যেদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে স্থায়ী অবকাঠামো (বহুতল ভবন) নির্মাণ হাট-বাজারের সরকারী খাস জমি বন্দোবস্ত নীতিমালার পরিপন্থি হওয়ায় উপজেলা প্রশাসনের সুপারিশক্রমে গত ১৭ জুলাই ২০২২ তারিখে জেলা প্রশাসন কর্তৃক বন্দোবস্তটি বাতিল করা হয়।

পরীবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে বন্দোবস্ত বাতিলকৃত জমি থেকে স্থায়ী অবকাঠামো সরিয়ে নিতে ১২সদস্যের প্রত্যেককে ২৯ আগস্ট তারিখে পৃথক পৃথক নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে স্থায়ী অবকাঠামো সরিয়ে নেয়ার নির্দেশনা থাকলেও ভবন নির্মাণ কাজ চলামান রয়েছে।

সরেজমিন মঙ্গলবার থানাহাট বাজার এলাকায় গেলে দেখা যায়, বন্দোবস্তকৃত জায়গায় ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের জমানো টাকা সভাপতি সাহেব ইচ্ছেমত ভবন নির্মানে খরচ করছেন। এখন ভবন নির্মাণ কাজ বন্ধ করে তা সরিয়ে নিলে সমিতি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার সভাপতি মো.মাহফুজার রহমান মঞ্জু জানান, সমিতির স্বার্থে সমিতির ১২ সদস্যের নামে জায়গাটি বন্দোবস্তো নেয়া হলেও পরে রেজুলেশনের মাধ্যমে আমরা সমিতির নামে প্রদান করি। জায়গাটি যেহতু নিচু তাই মাটি ভরাট করে ছাদ ঢালাই ভবন নির্মাণ কাজ শুরু করি।

উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান বলেন, বাতিলকৃত বন্দোবস্তো জায়গা থেকে স্থায়ী অবকাঠামো সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সরিয়ে না নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com