চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা,
১৩ এপ্রিল
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের ধাক্কায় বাবা নুর মোহাম্মদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে নাসরিন আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা শহরের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ ঐ পাড়ার বাহাউদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন শাড়ি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদের সঙ্গে স্বামী পরিত্যক্তা মেয়ে নাসরিন আক্তারের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নাসরিন আক্তারের সঙ্গে মা সাহিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা-মেয়ের ধস্তাধস্তি শুরু হলে বৃদ্ধ নুর মোহাম্মদ (৬০) ঠেকাতে যান। এ সময় মেয়ে নাসরিন আক্তার পিতাকে জোরে ধাক্কা দেন। এতে বৃদ্ধ নুর মোহাম্মদ মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইয়াসির আরাফাত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছিল।
জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়া নাসরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।