চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভৈরব নদ খননের সময় বের হলো দেড় থেকে দুই শত বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের কিছু কংকাল।
মাটি খননের সময় জাহাজ পাওয়া যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ায় ভোর থেকেই কৌতুহলী লোকজন এসব দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়।
জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বরে উপজেলার সুবলপুর ভৈরব নদ খনন কাজের উদ্বোধন করা হয়। ভৈরব নদী খননের এক পর্যায়ে কার্পাসডাঙ্গা-বাঘাডাঙ্গার নীল কুঠিরের নিচে মাটি কাটা ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের সময় রাতে ব্রিটিশদের পণ্যবাহি শত বছরের উপরের পুরোন জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের কিছু হাড় উদ্ধার করা হয়। ড্রেজার চালক নাইম জানান, রাতে আমি মাটি খনন করছিলাম। হঠাৎ মাটি খননের মেশিনের প্লেটে লোহা বাঁধে। পরে আরও খনন করতে করতে বড় লোহার চাকা আক্রিতির লোহা পাত ও কিছু হাড় গোড় পাওয়া যায়। এসময় বিষয়টি ভৈরব নদ খননের ঠিকাদারকে জানায়।
নদী খননের ঠিকাদার বিশ্বজিৎ জানান, রাতে নদীর মাটি খনন করতে গিয়ে এগুলো যাওয়া গেছে। বিষয়টি আমি উর্ধতণ কর্তৃপক্ষকে জানিয়েছি। এলাকাবাসির ধারণা এটি প্রায় দেড় থেকে দুই শ’ বছর আগে নদীতে ডুবে যাওয়া জাহাজ। মাটি খনন আরও করলে হয়তো মূল্যবান সম্পদ থাকতে পারে বলে স্থানীয়রা ধারনা করছে। এ খবর ছড়িয়ে পড়লে এসব দেখতে ঘটনাস্থলে কৌতুহলী নারী পুরুষ ভিড় জমায়। কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, এই পথে ব্রিটিশদের যাতায়াত ছিল। সেই সময় প্রাকৃতিক কোন দুর্যোগ বা দুর্ঘটনায় জাহাজটি নদীতে ডুবে গেছে। পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, বিষয়টি শুনেছি, উদ্ধার হওয়া মালামাল গুলো ইউনিয়ন পরিষদে রাখার জন্য চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসকে বলা হয়েছে।