নুরুল আবছার নিসু
চোরের দশ দিন গেরস্তের এক দিন
কলঙ্কজনক মুখোশের আড়ালের এই হীন চরিত্রের অমানুষগুলো।এদের সম্মাননাই বেমানান? কুকর্মের ফল এক দিন অনিবার্য ফলে সেই কথাটিই যেন আবার মনে করিয়ে দিলো সন্ত্রাস-চাঁদাবাজী ভূমি জোরদখল লোকের নাম ভাঙিয়ে চাঁদা আদায়কারী প্রতারকচক্র বড় সড় অংকের অর্থ লোপাটে ধরা খেয়ে এবার চাকুরি থেকে বহিস্কার। সামনে আরো কিছু দেখতে।