ফিরোজ উদ্ দীন বাদল
লেখক,কবি, রাজনৈতিক বিশ্লেষক।
দুঃখজনক হলেও সত্য যে, উত্তর চট্টলার শিক্ষা পল্লী খ্যাত জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা সাধারণ এবং পথচারীদের জন্য আজ পর্যন্ত কোনো গন শৌচাগারের ব্যবস্থা গড়ে ওঠেনি। বছরের পর বছর অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন বাজার সংশ্লিষ্ট হাজারো নারী- পুরুষ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের আন্তরিক প্রচেষ্টায় মীরসরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুর রহমান সাহেবের মানবিক উদ্যোগের অংশ হিসেবে সরকারি জায়গায় গড়ে উঠতে যাচ্ছে আধুনিক গণ শৌচাগার।
আজ সকাল ১১.০০ টায় স্থানীয় চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বাজার কমিটির সভাপতি- সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউএনও মহোদয় সরেজমিনে এসে গণ শৌচাগার নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে দেন।
এতে করে বাজারের ব্যবসায়ী, ক্রেতা সাধারণ, পথচারী এবং এলাকাবাসীর দীর্ঘদিনের এক মানবিক দাবি পূরণ হতে যাচ্ছে।