জুম্মার দিনের ফজিলত পূর্ণ আমল –
⭕ ফজরের সালাত জামায়াতে পড়া। [ বুখারী ]
⭕ গোসল করা। [ বুখারী : ৮৭৭]
⭕ সূরা কাহাফ পাঠ করা। [ বুখারী :৩/২৪৯]
⭕ বেশি বেশি দরুদ পাঠ করা। [ আবু দাউদ :১০৪৭]
⭕ বেশি বেশি দোয়া করা বিশেষ করে আসরের
পরে। [ আবু দাউদ :১০৪৮]
⭕ জুম্মার সালাতের জন্যে তাড়াতাড়ি যাওয়া।
[ বুখারী ]
⭕ উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি লাগানো।
[ বুখারী :৮৮৬/ ৮৮০]
⭕ নীরব থাকা ও খুদবা শুনা। [ বুখারী : ৯৩৪]
⭕ ২/ ৪ রাকাত নফল সালাত আদায় করা জুম্মার
সালাতের পর।[ মুসলিম :৯৩৪ ]
⭕ জুম্মার সালাতের পর একটু ঘুমানো।
[ বুখারী : ৯৪০]