জেলা প্রশাসক পাবনা মহোদয়ের প্রতি
বিষয়টি দুঃখজনক
পাবনা জেলা প্রশাসকের উদ্যোগে আজ সাহিত্য সম্মেলন হলো শিল্পকলা একাডেমিতে। দুঃখজনক হলেও সত্যি যে, পাবনা জেলা তথা দেশে এবং দেশের বাইরের সহিত্যাঙ্গনের সর্বজনীনভাবে স্বীকৃত কবি সাহিত্যিকদের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে আমন্ত্রণ পায়নি, যা অবাক হওয়ার মতো। জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে এই তালিকাটি কারা করেছেন? কি উদ্দেশ্যে জেলা প্রশাসনকে বিতর্কিত করেছেন তা বোধগম্যতার বাইরে?
যদিও কবি সাহিত্যিক তৈরি হয় স্বমহীমায়। স্বপ্রতিভায়। কিন্তু তারপরও সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসনের এই উদ্যোগকে খাট করে দেখার সুযোগ নেই। এখানে সত্যের প্রতি অসম্মান অবশ্যই অনাকাঙ্ক্ষিত। যা ইতিমধ্যেই সাহিত্যাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে দলের মধ্যে উপদল, ব্যক্তিত্বের প্রতিযোগিতা সবখানেই রয়েছে কিন্তু সাহিত্যের অবারিত সৃষ্টির প্রবাহকে বিতর্কিত করার অধিকার কারো নেই।
আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তালিকাটি সংশোধিত এবং সংযোজিত হওয়া উচিত বলে মনে করছি।