শেখ নুরুল আবছার নিসু,চট্রগ্রাম বিভাগীয় প্রধান।
জোরারগঞ্জ-আবুরহাট সড়ক দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু হয়েছে।ইতিমধ্যে কাজের অগ্রগতি হয়েছে।এবং এরই প্রেক্ষিতে গুটিকয়েক স্বার্থান্বেষী মহল নানান ষড়যন্ত্রে লিপ্ত।নামে বেনামে ভূয়া ফেসবুক একাউন্ট খুলে অনলাইনের মাধ্যমে কাজের মানের কথা বলে স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে এই অপপ্রচারে লিপ্ত।ওরা মনে করছে যে, অপপ্রচার করলে কিছু অসৎ টিপ্স ঝুটবে এর আলোকে মাঝে মধ্যে মিথ্যা সংবাদ ও ভূয়া এফবিতে অপপ্রচার করছে।ঐ আইডি গুলোর নিজস্ব কোন ভিত্তিই নেই।
কাজের মান নিয়ে যে অভিযোগ করা হয়েছে তাহা সম্পূর্ণ ভিত্তিহীন।সাইট ইন্জিনিয়ারের তদন্ত অনুযায়ী এ যাবত কালের সবচেয়ে উন্নত এবং মজবুত সড়ক হচ্ছে বলে সড়কে নিয়োগ প্রাপ্ত ইন্জিনিয়ার নিশ্চিত করে জানিয়েছেন এতদাঞ্চলের জনগনকে অনুরোধ করা হয়েছে যে,কাজের মান সমুন্নত রাখতে নিজের কাঁদে ব্যাপক ক্ষয়-ক্ষতি নিয়েও কাজের অগ্রগতিতে এগিয়ে চলছেন ঠিকাদারী কোম্পানীর মূখপাত্র নিশ্চিত করেছেন।কাজেই অভিযোগকারীদের মিথ্যা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন,বানোয়াট,এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার অপপ্রয়াস মাত্র।এধরনের অবৈধ ভিত্তিহীন আইডির অভিযোগকারীদের মিথ্যা সংবাদ পরিবেশনায় কান না দেওয়ার জন্য সচেতন মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মূখপাত্র।