নুরুল আবছার নিসু,নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো. আলমগীর হোসেন। গত রবিবার ( ৩ এপ্রিল) তিনি এই এই ফাঁড়িতে যোগদান করেন। যোগদানের পর আজ বুধবার ওসি আলমগীর হোসেন জানান, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে ভারসাম্য বজায় থাকে তার জন্য আমার টিম কাজ করছে। এছাড়া যানবাহন থামিয়ে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে যানবাহনে চাঁদাবাজির নির্মূল করা এবং গাড়িতে সকল প্রকার মাদক পাচারের সাথে যারা জড়িত থাকবে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তিনি আরো জানান, মাদক নির্মূলে আমার হাইওয়ে থানা এলাকায় জিরো টলারেন্স নীতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। এবিষয়ে তিনি জনপ্রতিনিধিসহ সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।