টেস্ট ক্রিকেট যে কোন সময় মোড় পরিবর্তন করে তা আবারও প্রমান হলো বাংলাদেশ দঃখিন আফ্রিকা টেস্টে ২য় দিনে বাংলাদেশের চার উইকেট নিয়ে নেওয়ায় আজ হয়ত দঃখিন আফ্রিকানরা নেমেছিল সকালেই অলআউট করে দিয়ে ফলোঅনে ফেলবে বাংলাদেশক! কিন্তু বাংলাদেশের এক অদম্য টাইগার মাহমুদুল হাসান জয়ের হার না মানা ইতিহাস গড়া শতকে সব হিসাব পাল্টে দিলো।
একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও তিনি ছিলেন আইকা আটা হয়ে,আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। বাংলাদেশের সংগ্রহ ২৯৮ যা এখনো দঃখিন আফ্রিকার চেয়ে ৭৫ রান পিছিয়ে।