খুলনার ডুমুরিয়া উপজেলার কলেজ শিক্ষক মোসলেমউদ্দীন মেয়ে সুমাইয়া ইসলাম মীম এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন অথচ ছিলোনা তার ডাক্তার হওয়ার ইচ্ছে!
লিখিত পরীক্ষায় পেয়েছেন ৯২.৫ নম্বর সবমিলিয়ে তার ২৯২.৫ নম্বর!
মীমরা দুই বোন এবং মীম ছোট বাবা মোসলেমউদ্দীন ডুমুরিয়া সরকারি কলেজের ব্যাবসথাপনা বিভাগের সহকারী অধ্যাপক।