অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে আজ ১৪ ই এপ্রিল পহেলা বৈশাখে নিজ বাড়িতেই অনেকটা চুপিসারে সাতপাকে বাধা পরলো রনবীর আলিয়া।
পরিবার ও নিকট আত্নীয়দের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সারলেন বলিউডের এই মোস্ট ওয়ান্টেড কাপল।
মেহেদী থেকে বিয়ে সব অনুষ্ঠানেই পরিবারের সদস্যদেরই শুধু দেখা গেছে বাকী অতিথিদের মাঝে শুধুমাত্র আলিয়ার মেন্টর করন জোহর ও রনবীরের ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক আয়ন মুখোপাধ্যায়কে দেখা যায়।