ইমদাদুল হক মিলনঃ পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে আজ ২১ রমজান ১৪৪৩ হিজরি (২৩ এপ্রিল ২০২২), শনিবার রাজধানীর মিরপুর-১২ গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্টে “ঢাকাস্থ চলনবিল ছাত্র কল্যান পরিষদ” এর উদ্যেগে বার্ষিক ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাবনার কৃতি সন্তান র্যাব- ৪ অধিনায়ক মোঃ মোজাম্মেল হক, ডাঃ আব্দুল ওয়াহাব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ আনসারী, এস এম জাহাংগীর সরকার- পুলিশ সুপার, কুদরত- ই- খুদা দ্বিপু- এডিসি লাল্বাগ জোন, মোঃ কামরুজ্জামান কামরুল-দপ্তর সম্পাদক- ঢাকা মহানগর উত্তর, জয়ীতা শিল্পী, উপ-পরিচালক-র্যাব-৪, বিশিষ্ট আইনজ্ঞ ডঃ মোঃ ওবায়দুল বিশ্বাস, বারডেম এর পরিচালক প্রশাসন মোঃ খোরসেদ আলম, এক্টিভ সার্ভের প্রধান নির্বাহী প্রকৌশলী ওসমান গনী, রিংটেক এর সিইও প্রকৌশলী আব্দুল আলিম, বঙ্গবাজার পত্রিকার সম্পাদক মোঃ মহিউদ্দিন ভুইয়া ও বার্তা সম্পাদক রুবেল আহমেদ, বনমালী ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র সিইও প্রকৌশলী মিঠু সিদ্দিকী, মোঃ শহিদুল ইসলাম শাহেদ- সাবেক ছাত্রলীগ নেতা, মির্জা তাসাদুল ইসলাম, ব্যবসায়ী সুজা খন্দকার, রুহুল আমিন আখি, বকুল ইসলাম ও মোঃ আব্দুল মালেক আরও উপস্থিত ছিলেন চলনবিল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, মিডিয়া ও চলচ্চিত্র ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাবৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি ও আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঢাকাস্থ চলনবিলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, নানা পেশা-শ্রেণির মানুষ তথা আমন্ত্রিত অতিথিগণকে সাথে নিয়ে এই মোনাজাতে অংশ নেন।
ঢাকাস্থ চলনবিল ছাত্র কল্যান পরিষদ এর ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানিয়ে “ঢাকাস্থ চলনবিল ছাত্র কল্যান পরিষদ” এর আহবায়ক মোঃ দুলাল হোসেন সরদার বলেন, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় আমরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”।