ঢাকা বিশব্বিদ্যালয়ের টিএসসি তে ছেলেদের নামাজর জায়গা থাকলেও নেই মেয়েদের জন্য কোন জায়গা তাই আজ মঙ্গলবার দুপুরে বিশব্বিদ্যালয়ের উপচার্য বরাবর স্মারক লিপি ও সমাবেশ করে একদল নারী শিক্ষার্থী।
সমাবেশ শেষে তারা মিডিয়াকে যত দ্রুত সম্ভব আমাদের নামাজের জায়গা করে দেওয়ার জন্য বিশব্বিদ্যালয়ের উপচার্য বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছে অন্যথায় কঠোর আনদোলনে যাব আমরা।