বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

ঢামেকের মর্গে পড়ে আছে গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ: স্বজনদের যোগাযোগের অনুরোধ

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এখনো পড়ে আছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ। পরিচয় শনাক্ত করতে না পারায় এবং পরিবারের খোঁজ না মেলায় এসব মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল অনুসন্ধান করে জানতে পেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো রয়েছে গণঅভ্যুত্থানে শহীদ ছয়জনের মরদেহ।

আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনো মর্গে থাকার তথ্য নিশ্চিত করেছেন।

এসব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে আছে বলেও তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মর্গে গিয়ে সেগুলো পরিদর্শন করে।

জাহিদ আহসান বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। পুরুষ পাঁচজনের বয়স আনুমানিক ২০, ২২, ২৫, ২৫ এবং ৩০ বছর। অজ্ঞাতপরিচয় নারীর বয়স আনুমানিক ৩২ বছর।

তিনি আরও বলেন, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে- ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। একজনের মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে- ‘উপর থেকে নিচে পড়ে মৃত্যু’।

 

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com