ইমদাদুল হক মিলনঃ
মাওয়া – জাজিড়া পয়ন্টে প্রথম পদ্মা সেতুর সফল বাস্তবায়ন এবং উদ্বোধণের পরে জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট পাবনাবাসীর প্রাণের দাবী ঢালারচর/কাজিরহাট(পাবনা) – দৌলতদিয়া(রাজবাড়ী)- আরিচা(মানিকগঞ্জ) পয়েন্টে ত্রিমুখী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ । পাবনার সন্তান হিসেবে পাবনাবাসীর এই অত্যন্ত যৌক্তিক ও প্রাণের দাবীর সঙ্গে একাত্মতা পোষণ করে সকলেই । ইনশাল্লাহ বাংলাদেশের উন্নয়নের রূপাকার জাতিরজনক তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে নিকট ভবিষ্যতে এবং যথাসময়ে প্রথম পদ্মা সেতুর মত স্বপ্নের ত্রিমুখী দ্বিতীয় পদ্মাসেতুও বাস্তবায়িত হবে।