এবার তাসকিন আহমেদের ঘর আলো করে এলো ফুটফুটে এক কন্যা সন্তান, এটি ক্রিকেটার তাসকিন আহমেদের ২য় বার বাবা হওয়া।শুক্রবার ভোর ছয়টার দিকে তাসকিন ও নাইমা দম্পতি নতুন সন্তানের জন্ম দেন। এর আগে ২০১৮ সালে প্রথমবারের মত বাবা মা হন এ দম্পতি তারা সেবার ছেলে সন্তানের জন্ম দেন, তাদের ছেলের নাম তাসফিন আহমেদ।