শেখ নুরুল আবছার নিসু,নিজস্ব প্রতিবেদক
তীব্র গরমে অতিষ্ট নগরবাসীসহ সারা দেশবাসী
সূর্য তেঁতে ওঠায় কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। জ্যৈষ্ঠের খরতাপ সাধারণ মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘরে বাহিরে সবখানে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। দিনের বেলায় কাঠফাঁটা রোদ থেকে বাঁচতে অনেক গাছের ছায়ায় আশ্রয় নিলেও স্বস্তি মিলছে না সেখানেও।তীব্র গরমে অতিষ্ট ছিল নগরবাসীসহ সারা দেশবাসী। আজও একই অবস্থা
শ্রমজীবী মানুষ আর গণপরিবহনের যাত্রীদের অবস্থাও সঙ্গীন। ঘামে ভেজা মানুষ খানিকটা স্তস্তির খোঁজলেও মিলছে না সেই স্বস্তি। নগরীতে লোকাল বাসে চলাচলকারী যাত্রীদেরও ভোগান্তির যেন শেষ নেই। যাত্রী নিয়ে ছুটে চলা প্রতিটি গাড়ির ভেতরে উনুনের মত উত্তাপ। ঘেমে একাকার যাত্রীরা।তীব্র খরতাপের রোদে পিচঢালা রাস্তায় জনজীবন অতিষ্ঠ দেশের অধিকাংশ জেলায় চলছে তীব্র তাপদাহ ফলে গরমে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া সাধারণ মানুষের