আজ ২৯ শে আগস্ট সোমবার বিকাল ৪ ঘটিকায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কার্যালয়ে ২২ জন দরিদ্র শিক্ষার্থী এবং ৫০ জন হত দরিদ্র নারীদের বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যবসা সহযোগিতা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। যার মধ্যে প্রতি জন ছাত্রীকে নয় হাজার টাকা এবং প্রতিজন নারীকে দশ হাজার টাকা মোবাইল একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়। উক্ত কর্মসূচী উদ্বোধন করেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিল জনাব হাজী মোঃ জামাল মোস্তফা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সৈয়দ আহমেদ মোল্লা, রাজনৈতিক কর্মী, মারুফ হোসেন, টাউন ম্যানেজার, জোহরা খানম, সোসিও ইকোনমিক এবং নিউট্রিশন এক্সপার্ট, জিয়াউল লতিফ, অবকাঠামো হাউজিং অফিসার, বুলবুল আক্তার, শামসুন্নাহার, কমিউনিটি অরগানাইজার, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং এলাকার সুধীজন।
ব্যবসায়িক অনুদান গ্রহীতাদের ব্যাবসা পরিচালনা করার ক্ষেত্রে যেকোন রকরমের সামাজিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদানসহ নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম মনিটরিং জোরদার করার কথা বলেন, যাতে করে কেউ এই অর্থ অন্যকোন ভাবে নষ্ট করতে না পারে।
উল্লেখ্য যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশ সরকার, এফসিডিও এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি’র সহায়তায় বাংলাদেশের ২০ টি সিটি কর্পোরেশন ও পৌরসভাতে বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।