ঘটনাটি ঝিনাইদহ কালিগনজের মা সন্তানদের নিয়ে গিয়েছিল মার্কট করতে একটি দোকানে গিয়ে অনেক সময় দেখার পর একটি জুতা পছন্দ করে তারা এবং দামাদামি করার পর দোকানি দাম বেশি চাওয়ায় এবং তাদের সামর্থ্য না থাকায় দোকান হতে বের হয়ে যাচ্ছিল তারা কিন্তু বিধিবাম দোকানদার ও তার ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
তারা প্রতিবাদ করায় দোকনি সোলাইমান ও তার ছেলে আবির মারধর শুরু করেন মার্কট করতে যাওয়া রাবেয়া খাতুন ও তার সঙ্গে থাকা ছেলেকে এবং মুহুর্তেই আশেপাশের দোকানদারেরা এসেই এলোপাতাড়ি মারতে থাকেন মা ও ছেলেকে পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান। এ বিষয়ে ভুক্তভোগী রাবেয়া খাতুন ও ছেলে থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।