শেখ নুরুল আবছার নিসু,ব্যূরো চীপ,চট্রগ্রাম।
দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর গত শনিবার রাত থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরা।হতাশ হতে হয়নি জেলেদের। জেলেরা মাছ ধরে বেশ ফূর্তি মেজাজে দেখা গেছে।জাল ফেলার সঙ্গে সঙ্গে ট্রলারভর্তি রুপালি ইলিশ ধরা পড়েছে তাঁদের জালে।ইলিশ প্রেমিদের অপেক্ষার পালা শেষ সীতাকূন্ডের কুমিরা ঘাটে।