ইমাম হাফেজ আবু মুসা যাকে ঘোড়ার গাড়িতে করে দীর্ঘ ৫৩ বছর ইমামতি করার পর এক রাজকীয় বিদায় দেন তার মুসল্লীরা।
ঘটনাটি পাবনা জেলার সাথিয়া নামক উপজেলার যশমন্তদুলিয়া নামক গ্রামে। যেখানে হাফেজ আবু মুসা নামে এক ইমাম তিনি অত্যান্ত সুনামের সাথে সুদীর্ঘ ৫৩ বছর ইমামতি করেন সেখানে। বিদায় বেলায় উপস্থিত তার হাজারখানেক মুসল্লী কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের বক্তব্য ছিলো আমরা নামাজ কালাম শিখা সহ সামাজিক যাবতীয় সমস্যাগুলো হুজুর থেকে সমাধান নিতাম। হুজুর অনেক ভালো লোক ছিলেন তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। কিন্তু হুজুর বার্ধক্যজনিত সমস্যার কারনে আমাদের থেকে আজ বিদায় নিচ্ছেন যা আমরা মেনে নিতে পারছি না!!
তাদের এই বিদায়ী সংবর্ধনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যপকভাবে প্রশংসীত হয়েছে। আসলে প্রত্যেকটি ইমামের বিদায় করার দৃশ্য এমনিই হওয়া উচিৎ। এমন এক সময়ে, যেই সমাজে ইমামরা যুগযুগ ধরে অবহেলিত নিগৃহীত অপদস্ত!! আল্লাহ তাদেরকেও উত্তম বিনিময় দান করুন, আমিন।