কেজিএফ চ্যাপটার -২ বক্স মাতাচ্ছে। এখন অবধি দুই দিনেই ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে প্রশান্ত নীল পরিচালিত ১০০ কোটি বাজেটের এই ছবিটি!
আগামী চার দিনে শুধুমাত্র ভারতেই ২৪০ কোটি আয় করতে যাচ্ছে সিনেমাটি। কয়েকদিনের মধ্যেই রাজমৌলী পরিচালিত ট্রিপল আর ছবির রেকর্ড ভাঙ্গতে চলছে।
অপরদিকে বিজয়ের বিস্ট সিনেমাটির গান ভাইরাল হলেও নেতিবাচক প্রচোরনায় ছবিটি আশনরুপ ব্যাবসা করতে পারছে না।