ঢাকাই ছবির নায়িকা বুবলি মঙ্গলবার তার অফিসিয়াল ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন। ছবি দেখা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ‘অন্তসত্ত্বা’
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। এর নিচে লিখেছেন ‘থ্রো ব্যাক আমেরিকা’ ।
মা হওয়ার গুঞ্জন ও ফেসবুকে দেওয়া ছবির বিষয়ে জানতে চাইলে বুবলী সাংবাদিকদের বলেন, আমি কখনো ব্যক্তিগত বিষয় সামনে আনতে চাই না। তারপরও সাংবাদিক এবং সাধারণ দর্শকের জানার আগ্রহ থাকে, সেই জায়গা থেকে যদি বলি, কিছু ব্যাপার তো আছেই। বিষয়টা নিয়ে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন, এজন্য ধন্যবাদ। কারণ ঘটনার পেছনে তো ঘটনা থাকে। চিত্রনাট্য যখন লেখা হয়, সেটার পেছনে কিন্তু আরেকটা চিত্রনাট্য থাকে। বিষয়টি নিয়ে সবার সঙ্গেই কথা বলব। কিন্তু আজ যেহেতু চাদর সিনেমার সেটে আছি, এটা নিয়ে শিগগিরই একদিন সবার সঙ্গে কথা বলব।