এক টাকায় চাল, আট টাকায় তরমুজ! হ্যাঁ মিথ্যা নয় এমনি এক বাজার আছে বাংলাদেশ যার বিদ্যানন্দ ফাউন্ডেশনের গরীবের সুপার সপ।
শুধু চাল তরমুজ নয় আটা এক টাকা, লবন এক টাকা, চিনি এক টাকা, ডিম এক টাকা, বিস্কুট এক টাকা, মসুড় ডাল দুই টাকা, ছোলা দুই টাকা, খেজুর দুই টাকা, তেল তিন টাকা এরকম আরো অনেক পন্য পাওয়া যাচ্ছে কাওরান বাজারে অবস্থিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের গরীবের সুপার সপে।
সংগঠনটির প্রধান জানান এই প্রতিকি মুলোর মাধ্যমে একজন ছিন্নমূল বা হতদরিদ্র মানুষ ১০ টাকার পন্য কিনতে পারবে যা বর্তমান বাজার মুল্য ৫০০ টাকার উপরে।