বর্তমানে সময়ের সবচেয়ে আলোচিত সবজির নাম মিষ্টি কুমড়া কারণ কিছুদিন আগে প্রধানমন্ত্রী সংসদে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরির এক ফরমুলা মিষ্টি কুমড়া নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার খোরাক হয়ে দাড়িয়েছে! তবে চলুন জেনে নেই বাংলাদেশের মিষ্টি কুমড়ার বড় হাট কোথায়?
সমপতি বাজার বিষয়ে খবর নিতে গিয়ে খোঁজ পাওয়া যায় ধামরাইয়ে বোয়াইল ইউনিয়নে খরারচর বাজারে শুধু মিষ্টি কুমড়ার জন্যই গড়ে উঠেছে পাচটি আড়ত!এসব আড়তে সারাদেশ হতে মিষ্টি কুমড়ার আসে এবং তা বিক্রি হয় নিলামে।
আড়তদার সাথে কথা বলে জানা যায় দেশের সবচেয়ে বড় মিষ্টি কুমড়ার আড়ত এটাই, প্রতিদিন বেচাকেনা হয় প্রায় কোটি টাকার মত।
এক একটি আড়তে প্রতিদিন ২০-৫০ হাজার মিষ্টি কুমড়া আসে, ৫ টাকা থেকে শুরু করে ৮০ টাকা কেনাবেচা হয় একেকটা মিষ্টি কুমড়া ফলে প্রতিটি আড়তে দৈনিক প্রায় ২০ লাখ টাকার মত কেনাবেচা হয়।