রাজধানীর সাইন্সল্যাবের বাইতুল মামুর মসজিদ মার্কট এর এক দোকান হতে টাকা না দিয়ে আটটি পানজাবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে।
যদিও দোকান মালিক এখনো থানায় অভিযোগ করেননি তবে সিসিটিভি ফুটেজে সব তথ্য আছে বলে জানান,তিনি বলেন আটজন দোকানে এসে আটটি পানজাবি নিয়ে চলে যায় টাকার কথা বললে তারা বললো পরে এসে দিয়ে যাবো কিন্তু আর আসেনি।
ঘটনাটি ঘটেছে নিউমার্কেট ও ঢাকা কলেজের সংঘর্ষ ঘটার পর এবং আট ছাত্রের পরিচয় ও পাওয়া গেছে তাদের সাথে যোগাযোগ করলে তারা একেকবার একেক কথা বলেন।