মনোয়ার হোসেন মারুফ, নিজস্ব সংবাদদাতা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২২ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা স্বাগত বক্তব্য দেন। ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুজ্জামান নবাব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা আওরঙ্গজেব সেলিম, মোশারফ হোসেন রাকি মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মোল্লা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাজেদুর রহমান সান্টু ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবর্গসহ উপস্থিত সকলে এক দোয়া ও মোনাজাতে অংশ নেন।