নববধূকে বাসর ঘরে সরবতের সাথে ঘুমের অসুধ খাইয়ে সারারাত ধর্ষন করলো স্বামীর দুলাভাই! একদিন নয় পরপর কয়েকদিন! স্বামীও ছিল একই ঘরে কিন্তু ধর্ষন করে দুলাভাই, সকালে ঘুম থেকে উঠে নববধূ যখন দেখলো তার বিছানায় স্বামী নয় আছে স্বামীর দুলাভাই ঘটনাটি শশুরবাড়ির লোকজনকে বললে উল্টো মারধরের স্বীকার হন নববধূ এমনি ঘটনার স্বীকার বগুড়ার ধুনটের মেয়ের।
এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই সিরাজগঞ্জ সদরের ভুরভুরিয়া গ্রামের রোসতম আলী (৩০) কে আটক করেছে পুলিশ।
স্বামী মানসিক প্রতিবন্ধী হয়ত সেই সুযোগে শশুরবাড়ির লোকজন পরিকল্পিত ভাবেই ধর্ষনের ঘটনা ঘটান যাতে মেয়েটি কোন উপায় না দেখে স্বামীর সংসার করতে থাকে বলে ধারণা মেয়ের পরিবারের।
কিন্তু নববধূ বিষয়টি মেনে নিতে পারেনি তাই তার বাবাকে ফোন করে আসল ঘটনা বলে দিলে তার বাবা ধুনট থানায় মামলা করলে পুলিশ আসামীকে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে।