শেখ নুরুল আবছার নিসু, চট্রগ্রাম বিভাগীয় প্রধানঃ মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ। সবার নিরাপত্তার স্বার্থে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গত ২১ সেপ্টেম্বর থেকে নাগরিক তথ্য সংগ্রহ মাঠে নেমেছে ।
জানা গেছে, নতুন (সিএমপি)কমিশনার নাগরিকদের তথ্য সংগ্রহে জোর দিচছেন।বাড়িওয়ালা-ভাড়াটিয়াসহ সব নাগরিকের তথ্য নেওয়ার কাজটি ক্র্যাশ প্রোগ্রামের মতো করা হবে, যেন একযোগে সিটি করপোরেশন ও মেট্রোপলিটন এলাকার আওতাধীন থানা গুলোর প্রতিটি বাড়িতে নাগরিক তথ্য ফরম পৌঁছানো যায় এবং তথ্য নেওয়া সম্ভব হয়।এ কাজে সবার সহযোগিতা দরকার। কারণ, নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই করা হচ্ছে।
সূত্র বলেন, এবার তথ্যগুলো সংগ্রহ করে ডাটাবেজে রাখা হবে। এখন থেকে যদি কোনো ভাড়াটিয়া বাসা পরিবর্তন করেন, তবে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকেও জানাতে হবে।