নুরুল আবছার নিসু
নায়িকা হওয়ার আশা ও জেদ হতে ১৫ বছর ধরে বাড়িছাড়া চট্টগ্রামের আনোয়ারার সুলতানা রোজ রিপা! অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ও প্রযোজিত ছবি ” বড্ড ভালোবাসি” এই ছবি তৈরি করতে বিক্রি করতে হয়েছে সুলতানা রোজ রিপার বাবার সম্পত্তি।
এর আগেও কয়েকটি সিনেমা টাকা বড় না শিক্ষা বড়,বাবার প্রতিশোধ, টাইটানিক সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেগুলো আলোর মুখ দেখেনি তাই বাধ্য হয়ে নিজের শখ পুরুন করতে বাবার সম্পত্তি বিক্রি, নিজের পারলারের ব্যাবসার টাকা এবং গার্মেন্টস এর ব্যাবসার সমস্ত পুঁজি দিয়ে তৈরি করি ” বড্ড ভালোবাসি” বললেন সুলতানা আশাকরি দর্শক হলে গেয়ে ছবিটি দেখে আমার কষ্ট সার্থক করবেন।