নিউমার্কেটের ব্যাবসায়ি ও ঢাকা কলেজের ছাত্রদের মাঝে সংঘর্ষে কমপক্ষে ২০০ ছাত্র আহত হয়েছেন বলে ঢাকা কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
১৮ ই এপ্রিল দিবাগত রাতে নিউমার্কেটের ব্যাবসায়ি ও ঢাকা কলেজের ছাত্রদের মাঝে সংঘর্ষ শুরু হয় দফায় দফায় সংঘর্ষ চলে আজ ১৯ ই এপ্রিল সন্ধ্যা অবধি এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সরকারি উচ্চ পদস্থ লোকজন ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি আজই ঢাকা কলেজ হল বন্ধ করে ঈদের ছুটি দেওয়ার ঘোষণা দেন যা ছাত্ররা মেনে নেয়নি।
আহতদের ঢাকা কলেজে নিজস্ব চিকিৎসালয়ে চিকিৎসা চলছে।