নাটোর প্রতিনিধি: ঋণের বোঝা সইতে না পেরে নিজের গলায় বটি চালিয়ে আত্নহত্যা করেছে সোহেলা রানা(৩৫) নামের টগবগে যুবক। তিনি পেশায় মোবাইল ব্যবসায়ী ছিলেন। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া নতুন বাজার এলাকায়।
নিহত সোহেল রানা বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার মোহাম্মদ উল্ল্যার ছেলে। সে তানিম হোসেন (১২), তাসনিম হাসান(১০) ও তানিশা (৩) নামের তিন সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(৪ আগস্ট) সকালে উপজেলার বনপাড়া নতুন বাজারের নিজ বাড়িতে নিজ সয়ন কক্ষে সবার অগোচরে নিজের গলায় বটি চালায় সে। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষনা করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বনপাড়া বাজারের মোবাইল ব্যবসায়ী সোহেল রানা ৩০ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে মানষিক বিপর্যয়ের মধ্যে ছিল। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।