নিজ মেয়েকেই তিন বছর ধরে ধর্ষন করে আসছিল বাবা নামের নরপশুটা, ঘটনাটি ভারতের নাগপুর এলাকায় জানা যায় মা মারা যাবার পর প্রতিবেশীর বাড়িতেই বেড়ে উঠছিল মেয়েটি বাবা আবারও বিয়ে করেন।
তারপর মেয়টির বয়স যখন আট বছর তখন বাবা আবারও নিজ বাড়িতে নিয়ে আসেন সেই শুরু প্রথমবার ভয় দেখিয়ে দিব্ব দিয়ে বলেছিল কথা দে একথা কাউকে বলবিনা এরপর হতে চলতেই থাকে এ যৌন নির্যাতন মেয়েটি সয্য করতে না পেরে একসময় বন্ধুদের কাছে শেয়ার করে ঘটনাটি তারপর এক কান,পাঁচ কান করে অবশেষে পুলিশের কাছে পৌঁছে গেলে আটক করা হয় অভিযুক্ত বাবাকে।