নিউজ ডেস্কঃ সসম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক গবেষণা করে জানিয়েছে যে, যে সকল যুগল সপ্তাহে কমপক্ষে তিনদিন সহবাস করে তারা অন্যদের চেয়ে বেশি সুখী ও দীর্ঘজীবি।
যারা সপ্তাহে দুই দিন সহবাসী তারা আছেন ২য় স্থানে এরপরে সপ্তাহে একদিন।
আবার অতিরিক্ত সপ্তাহে সাতদিন তাদের জন্য রয়েছে সতর্কতা অবশ্য চারদিন সহনীয় পর্যায়ে।
অনেকে আছে সপ্তাহে একদিন সহবাসী তাদের জন্যও রয়েছে সতর্কতা।
আর যারা তারও কম তাদেরকে অসুখী দম্পতির তালিকায় রাখা হয়েছে।