গত ২৯ শে মে নেপাল ত্রিভুবন বিমানবন্দর হতে জমজম বিমানবন্দরের দিকে রওনা হয়েছিল প্লেনটি। বিমানবন্দর হতে ছেড়ে অবতরণের পাঁচ মিনিট আগে এয়ার ট্রাফিক কন্টোলের সাথে যোগাযোগ বিছিন্ন হয় প্লেনটির পরবর্তীতে গতকাল ৩০শে মে দেশটির উত্তর পশ্চিম অনচলে প্লেনটির ধ্বংসাবেশ পাওয়া যায়।
প্লেনটিতে ২১ জন যাত্রীর মধ্যে ১৩ জন নেপালি, ৪ জন ভারতীয় এবং জন নেপালি যাত্রী ছিল। ২০ জন যাত্রীর মৃতদেহ পাওয়া গেছে বাকি একজনকে সন্ধান করা হচ্ছে।