স্বপনের পদ্মা সেতু! সবারই ইচ্ছে সেতুর উপরে উঠে দাড়িয়ে ভাব নিয়ে ছবি তোলার বা টিকটিক করার অথবা ইউটিউবে ভিডিও ছাড়ার কিন্তু আশার গুরেবালি,পদ্মা সেতু কর্তৃপক্ষ আজ এক ঘোষণা সবার মন ভেঙে দিয়েছে।
পদ্মা সেতুতে হেটে উঠা,গাড়ি থেকে নেমে ছবি উঠানো, গাড়ি থামানো, ৬০ কিলোমিটারের উপরে গাড়ি চালানোসহ বেশ কিছু নতুন নিয়ম জারি করেছেন।