সব কিছুতেই বাঁশ দিতে চায়
সব কিছুতেই হাত,
খোঁচাখোঁচি করেই কাটে
তাহার দিবা রাত ৷
এক ইঞ্চি বেশীই বোঝে
তাল গাছটা তারই,
একপোয়া চাল দিয়ে হলেও
করে দাদা গীরি ৷
কথায় কথায় টক্কর মারা
তার যে বড়ই শখ,
আপনাকেই পন্ডিত ভাবে
তাই করে বকবক ৷
লাইক কমেন্ট শেয়ারে সে
নিত্য মারে বোম,
লাশ কাটেনা কিন্তু সে এক
হৃদয় কাটা ডোম ৷
সবার গায়ে গন্ধ খোঁজে
সবার ধরে ভুল ,
তিনিই কেবল মেষ্কে আম্বর
গোলাপ বেলী ফুল !
চড়ুই পাখির মতো করে
ওড়াওড়ি ফুড়ুত্ ,
ভাবখানা তার সবই জানে
শুন্য কলস সুড়ুত্ ৷
এটি হয়নি ওটা হবে
কতো কথা কয়,
বেশী বুঝে পন্ডিত মশাই
সবার পিচেই রয় ৷
পন্ডিত মশাই এবার থামুন
ওষুধ বড়ই তিতা,
আর দেবনা ওষুধ তোমায়
আমায় করো মিতা ৷
নিজ অপরাধ গোণো পন্ডিত
পরের গোণার আগে,
অনুতাপে কাঁদবে তবে
ক্ষোভ দূঃখ রাগে ৷